বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বীর শহিদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে স্বাধীনতা পুরষ্কার প্রদান শুরু হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে স্বাধীনতা পদকের প্রবর্তন করেন। স্বাধীনতা পদক বাংলাদেশের জাতীয় এবং সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।
বিভিন্ন ক্ষেত্রের সাথে সাহিত্যেও স্বাধীনতা পুরষ্কার প্রদান করা হয়। প্রথম সাহিত্যে স্বাধীনতা পুরষ্কার পান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। নিম্নে সাহিত্যে স্বাধীনতা পুরষ্কার প্রাপ্ত লেখকের তালিকা দেওয়া হলো। আপনি কার কার লেখার সাথে পরিচিত?
• কাজী নজরুল ইসলাম
• কবি জসিম উদ্দিন
• আবুল মনসুর আহমেদ
• কবি ফররুখ আহমদ
• শহীদ অধ্যাপক মুনীর চৌধুরী
• অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ
• সৈয়দ মুর্তাজা আলী
• কবি আবদুল কাদের
• অধ্যাপক মুহম্মদ মনসুর উদ্দিন
• অধ্যাপক সৈয়দ আলী আহসান
• শামসুর রাহমান
• জহির রায়হান
• আহসান হাবিব
• আবদুল করিম সাহিত্যবিশারদ
• মরহুম মৌলভী আবুল হাশিম
• কবি সুফিয়া কামাল
• শওকত ওসমান
• শহীদ শহীদুল্লাহ কায়সার
• সিকান্দার আবু জাফর
• সৈয়দ শামসুল হক
• কবি সৈয়দা মোতাহেরা বানু
• হাসান হাফিজুর রহমান
• আবু ইসহাক
• আবদুল গাফফার চৌধুরী
• রোমেনা আফাজ
• মুস্তফা নুরুল ইসলাম
• অধ্যাপক আবুল ফজল
• অধ্যাপক আনিসুজ্জামান
• নির্মলেন্দু গুণ
• রাবেয়া খাতুন
• গোলাম সামদানী কোরায়শী
• সেলিনা হোসেন
• হাসান আজিজুল হক
• মহাদেব সাহা
• সেলিম আল দীন
• আল মাহমুদ