![]() |
শান্তনু কায়সার স্মৃতি পুরষ্কার ২০১৪ |
বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৪ অনুষ্ঠিত হলো আজ। কবিতা, কথাসাহিত্য এবং প্রবন্ধ-গবেষণা তিনটি বিষয়ে এই পুরষ্কার প্রদান করা হয়। বিজয়ীদের হাতে ৫০০০০ টাকা সমমূল্যের চেক, এবং ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ ও প্রাবন্ধিক ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী। বিচারকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কবি ও গবেষক অধ্যাপক ড. দিলারা হাফিজ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শান্তনু কায়সার স্মৃতি পাঠাগার ও চর্চা কেন্দ্র'র পরিচালক রাসেল রায়হান এবং ঐতিহ্য'র প্রধান নির্বাহী আরিফুর রহ
• কবিতায় - হাসিন এহ্সাস লগ্ন,
• কথাসাহিত্যে - সালমান সাদিক
• প্রবন্ধ গবেষণায় - জাকারিয়া প্রীণন
১১ এপ্রিল বহুমাত্রিক লেখক অধ্যাপক শান্তনু কায়সারের ৮ম প্রয়াণবার্ষিকীতে প্রকাশনা সংস্থা ঐতিহ্য এবং শান্তনু কায়সার স্মৃতি পাঠাগার ও চর্চা কেন্দ্র ' ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার' প্রবর্তন করছে। পুরস্কারপ্রাপ্তদের নির্বাচিত পাণ্ডুলিপিগুলো অমর একুশে বইমেলা ২০২৫-এ ঐতিহ্য থেকে বই আকারে প্রকাশিত হয়েছে।