![]() |
গাজা উপত্যকার লাইব্রেরি |
গা'জা উপত্যকায় লাইব্রেরির ধ্বংসস্তুপের মাঝে প্রিয় বইয়ের খোঁজে পাঠক। সে পরমুহূর্তে বেঁচে থাকবে কিনা জানে না, কিন্তু প্রিয় বইয়ের আশায় ধ্বংসস্তুপ খুঁড়ে চলেছে।
গাজা উপত্যকায় ১৩ টি পাবলিক লাইব্রেরি ছিলো। যার সবগুলো আজ ধ্বংসস্তূপ।
লাইব্রেরিগুলো:-
• দেইর আল-বালাহ পৌরসভা পাবলিক লাইব্রেরি
• এডওয়ার্ড সাইদ লাইব্রেরি
• গাজা পৌরসভা পাবলিক লাইব্রেরি
• খান ইউনিস পৌরসভা পাবলিক লাইব্রেরি
• রাফাহ পৌরসভা পাবলিক লাইব্রেরি
• সামির মনসুর লাইব্রেরি
• ইত্যাদি
লাইব্রেরির ধ্বংসস্তুপের উপর দাড়িয়ে অনেককে দেখা যায় বই খুঁজছেন। হয়তো প্রিয় বইয়ের আশায়, বেঁচে থাকার কিছু মুহূর্ত পার করবে বই পড়ে সেই আশা। ছবি বিভিন্ন বিদেশি গণমাধ্যমের ওয়েবসাইট থেকে নেওয়া। অধিকাংশ ছবি সমসাময়িক, কিছু কিছু আগের।