অমর একুশে বইমেলা ২০২৫ এ বই বিক্রির হিসাব

অমর একুশে বইমেলা ২০২৫-এর বই-বিক্রির হিসাব 
 


 অমর একুশে বইমেলা ২০২৫ এ অংশগ্রহণকারী ৭০৩ টি প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৩৫১ টি প্রতিষ্ঠান বই বিক্রির তথ্য জমা দিয়েছে। যাদের বিক্রির পরিমাণ ২০ কোটি টাকা। বাদবাকি ৩৫২ টি প্রতিষ্ঠান বই বিক্রি হওয়ার তথ্য জমা দেয়নি। সুতরাং ধরে নেওয়া যায় বাকি অর্ধেক তথ্য জমা দিলে তার আনুমানিক পরিমাণ দাড়াতে পারে ৪০ কোটি টাকা। 

বইমেলার সদস্য সচিব জানান, অমর একুশে বইমেলা ২০২৫ এ অংশগ্রহণকারী সর্বমোট প্রতিষ্ঠান ৭২১টি। ১৮ টি প্রতিষ্ঠান মিডিয়া ও স্বাস্থ্যসেবার। বাকি ৭০৩টি প্রকাশনা-প্রতিষ্ঠান। এবার যথেষ্ট তাগাদা দিয়ে এবং সময়ক্ষেপণ করে আমরা মোট ৩৫১টি প্রতিষ্ঠানের বই-বিক্রির হিসাব পেয়েছি। এসব প্রতিষ্ঠানের মোট বিক্রির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। বাকি প্রতিষ্ঠানসমূহের সম্ভাব্য বিক্রির পরিমাণ যোগ করে এ হিসাবে সর্বমোট বিক্রি আনুমানিক ৪০ কোটি টাকা হতে পারে। এবং মেলা শেষে শুধুমাত্র বাংলা একাডেমির মোট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৬৪,৭৬,৩৯৩.৪০ টাকা। 

উল্লেখ্য, মেলায় আগের বছরগুলোর এবং এ বছরের বই-বিক্রির হিসাব মূলত প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে করা আনুমানিক হিসাব।
Previous Post Next Post