বইমেলায় কত টাকার বই বিক্রি হলো?


 বইমেলা ২০২৫ 


অমর একুশে বইমেলা ২০২৫ এ কত টাকার বই বিক্রি হয়েছে? প্রতিবছর বইমেলার সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে সদস্য সচিব অথবা একাডেমির মহাপরিচালক ঘোষণা করেন মোট কত টাকার বই বিক্রি হয়েছে সেই তথ্য। এবছর সমাপনী অনুষ্ঠানে তা প্রকাশ করা হয় না। কিন্তু মেলার সদস্য সচিব সরকার আমিন তার বক্তব্যে বলেন, অমর একুশে বইমেলা ২০২৫ এ মেলার প্রথম ২৭ দিনে মোট ৬১ লাখ ৬৫ হাজার ৫৯৩ টাকার বই বিক্রি করেছে শুধুমাত্র বাংলা একাডেমি। 

বইমেলার সমাপনী অনুষ্ঠানে বইমেলার সদস্য সচিব সরকার আমিন বলেন, ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া তথ্য মতে বইমেলার ২৭ তারিখ পর্যন্ত বইমেলা থেকে বাংলা একাডেমি বই বিক্রি করেছে ৬১ লাখ ৬৫ হাজার ৫৯৩ টাকা। কিন্তু বক্তব্য প্রকাশের পরবর্তী সময়ে অনেকে মনে করেন সংখ্যাটি মোট বই বিক্রির পরিমাণ, তা সঠিক নয়। এবছর বাংলা একাডেমির পক্ষ থেকে ২০২৫ সালের বইমেলায় মোট কত টাকার বিক্রি হয়েছে তা জানানো হয়নি। তবে এবার শুধু বাংলা একাডেমি তাদের স্টল ও প্যাভিলিয়ন থেকে বিক্রি করেছে ৬১ লাখ ৬৫ হাজার ৫৯৩ টাকার বই।‌ ২০২৪ সালে মেলায় এক কোটি ৩৬ লাখ টাকার বই বিক্রি করেছিল বাংলা একাডেমি। এর আগের বছর ২০২৩ সালে তা ছিল এক কোটি ৩৩ লাখ টাকার বই। 

 বইমেলার মোট বিক্রির তথ্য না জানানোর কারণ জানতে চাইলে বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব ড. সরকার আমিন বলেন ‘আমরা প্রকাশকদের জরিপের কাগজ দিয়েছিলাম। কিন্তু সেটা ফেরত আসেনি। এখন নিশ্চিত না হয়ে তো পরিমাণ বলা উচিত নয়।’ সেজন্য প্রকাশ করা হয়নি।
Previous Post Next Post