রাজনৈতিক প্রভাব খাটিয়ে অমর একুশে বইমেলায় অতিরিক্ত সুবিধা নেওয়ার অভিযোগ থাকার কারণে এবারের মেলায় প্যাভিলিয়ন বরাদ্দ পাচ্ছে না এক ডজনেরও বেশি প্রকাশনা প্রতিষ্ঠান। বেশ কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন বাতিল করে তাদের ৩ ও ৪ ইউনিটের স্টল বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেলা পরিচালনা কমিটি।
অন্যপ্রকাশ, আগামীসহ তিনটি প্রকাশনা প্রতিষ্ঠানের প্যাভিলিয়নের আকার ছোট করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
জার্নিম্যান’ গত মেলায়ও প্যাভিলিয়ন বরাদ্দ পেয়েছিল, কিন্তু এবার মেলায় স্টলও বরাদ্দ পাচ্ছে না।
তাম্রলিপি গত মেলায় ২৪/২৪ সাইজের প্যাভিলিয়ন পেয়েছিল, এবার তাদের বরাদ্দ দেওয়া হচ্ছে তিন ইউনিটের স্টল। এছাড়া চারুলিপি, জিনিয়াস পাবলিকেশন্স, বিশ্বসাহিত্য ভবন এবং শব্দশৈলীকেও প্যাভিলিয়ন বাতিল করে তিন ইউনিটের স্টল বরাদ্দ দেওয়া হচ্ছে।
গতবারের মেলায় ২৪/২৪ সাইজের প্যাভিলিয়ন পেয়েছিল- পাঠক সমাবেশ, পুঁথিনিলয়, মিজান পাবলিশার্স, অন্বেষা প্রকাশন, অনিন্দ্য প্রকাশ, কাকলী প্রকাশনী ও সময় প্রকাশন। তাদের এবার দেওয়া হচ্ছে চার ইউনিটের স্টল। আর ২০/২০ সাইজের প্যাভিলিয়ন বরাদ্দ পেয়েছিল নালন্দা ও পার্ল পাবলিকেশন্স তাদের দেওয়া হচ্ছে চার ইউনিটের স্টল।
বিগত বছরের মতোই এবারের মেলাও বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। শিগগিরই বরাদ্দপ্রাপ্ত স্টলের নাম প্রকাশ করা হবে।