১ ফেব্রুয়ারি অমর একুশে বইলে ২০২৫

অআকখ প্রতিবেদক

ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মরণে মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৫ শুরু হচ্ছে আজ। এবারের মেলার পরিসর ও প্রকাশনা প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’।

উদ্বোধনী অনুষ্ঠান

বাংলা একাডেমি প্রাঙ্গণে আগামীকাল শনিবারন ১ ফেব্রুয়ারি বিকেল ৩টায় মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশবরেণ্য সাহিত্যিক, প্রকাশক ও সংস্কৃতিজনেরা।

বইমেলা পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, এবারের মেলায় ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠানকে ১,০৮৪টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত বছরের তুলনায় বেশি।

এক নজরে অমর একুশে বইমেলা ২০২৫

বাংলা একাডেমি প্রাঙ্গণে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ৯৯টি, সোহরাওয়ার্দী উদ্যানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান: ৬০৯টি, প্যাভিলিয়ন ৩৭টি (বাংলা একাডেমিতে ১টি, সোহরাওয়ার্দী উদ্যানে ৩৬টি)।

উন্মুক্ত মঞ্চের পাশে স্থাপিত, যেখানে ১৩০টি লিটল ম্যাগাজিন অংশ নিচ্ছে।

শিশুদের জন্য বিশেষ আয়োজন

শিশু চত্বরে ৭৪টি প্রকাশনা প্রতিষ্ঠানের জন্য ১২০টি ইউনিট বরাদ্দ করা হয়েছে, যা গতবারের তুলনায় বেশি। শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজনও থাকবে।

বইমেলার সময়সূচি

সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন: সকাল ১১টা - রাত ৯টা
সাধারণ দিন: বিকেল ৩টা - রাত ৯টা
শিশুপ্রহর: প্রতি শুক্রবার ও শনিবার সকাল ১১টা - দুপুর ১টা 

এবার পুরো মেলা এলাকা পলিথিন ও ধূমপানমুক্ত রাখা হবে।

Previous Post Next Post