![]() |
বাংলা একাডেমি পুরষ্কার ২০২৪ |
বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতিবছর প্রদান করা হয় বাংলা একাডেমি পুরস্কার। এই পুরষ্কার'কে সাহিত্যক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মাননা হিসাবে বিবেচনা করা হয়। কিন্তু আমরা কি জানি কবে থেকে শুরু হয়েছে এই পুরস্কার, কারা আয়োজক এবং পুরস্কারের মূল্যমান কত? এমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সাজানো আজকের লেখাটি।
বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিলো ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর। এরপর ১৯৬০ সালের ২৬ জুলাই পাকিস্তান সরকারের করা 'দি বেঙ্গলি একাডেমি(অ্যামেন্ডমেন্ট)' অর্ডিন্যান্ট জারির পর কিছু পরিবর্তন আসে বাংলা একাডেমির কার্যক্রমে। পরিবর্তনের ধারাবাহিকতায় ১৯৬০ সাল থেকে বাংলা একাডেমি কর্তৃপক্ষ সাহিত্যে বিভিন্ন অবদানের জন্য পুরস্কার প্রদান করে আসছে।
পুরস্কার প্রদানের উদ্দেশ্য
বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সামগ্রিক মৌলিক অবদান চিহ্নিত করে তাঁদের সৃজনী প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে অনুকূল পরিবেশ সৃষ্টি করাই বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার প্রদানের উদ্দেশ্য।
বাংলা সাহিত্যের ১০টি শাখায় প্রতি বছর এই পুরস্কার দেয়া হয়। পুরস্কারকে যদিও অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়, তবুও কৌতূহলী মনের তৃষ্ণা নিবারণের জন্য বলি, প্রতিটি পুরস্কারের মূল্যমান ৩০০০০০ টাকা (তিন লক্ষ টাকা)।
পুরস্কারের ক্ষেত্রসমূহ
কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গবেষণা, ছোটগল্প, শিশুসাহিত্য, আত্মজীবনী,স্মৃতিকথা ও ভ্রমণকাহিনি, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ, অনুবাদ সাহিত্য
১৯৮৪ সাল পর্যন্ত বিভিন্ন শাখায় বছরে ৯ জনকে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হতো। আর এখন দশটি শাখায় এই পুরস্কার প্রদান করা হয়। তবে ১৯৮৫, ১৯৯৭ এবং ২০০০ - এই তিন বছর বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়নি।
সর্বশেষ বাংলা একাডেমি পুরস্কার ২০২৪ যারা পেয়েছেন:-
• কবিতা- মাসুদ খান
• কথাসাহিত্য- সেলিম মোরশেদ
• নাটক ও নাট্যসাহিত্য- শুভাশিস সিনহা
• প্রবন্ধ/গদ্য- সলিমুল্লাহ খান
• শিশুসাহিত্য- ফারুক নওয়াজ
• অনুবাদ- জি এইচ হাবীব
• গবেষণা- মুহম্মদ শাহজাহান মিয়া
• বিজ্ঞান- রেজাউর রহমান
• মুক্তিযুদ্ধ- মোহাম্মদ হাননান
• ফোকলোর- সৈয়দ জামিল আহমেদ
আমাদের প্রত্যাশা সঠিক প্রতিভাবানরা মূল্যায়িত হোক। তবেই এগিয়ে যাবে আমাদের বাংলা সাহিত্য।