আলোর পরশ উপন্যাসের কারণে প্রথম বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার লাভ করেন আবুল হাশেম খান
বাংলা একাডেমি পুরষ্কার শুরু হয় ১৯৬০ সাল থেকে। সর্বপ্রথম বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার প্রদান করা হয় "আলোর পরশ" উপন্যাসের জন্য আবুল হাশেম খানকে। বলা হয়ে থাকে এটি বাংলা ভাষায় অন্যতম শ্রেষ্ঠ একটি উপন্যাস। শিল্পসম্পদ, শিল্পসংগত গুণাবলি, শব্দচয়ন, প্লট তৈরি ও কাহিনী সংলগ্নতা মিলিয়ে এই উপন্যাস অনন্য।
প্রাচীন আরবে মুসলিম-নির্যাতন, নও-মুসলিমদের ধর্মবিশ্বাস, অশেষ কষ্ট বরণ ও নির্বাসন। কুসংস্কারাচ্ছন্ন অন্ধবিশ্বাসী সমাজে নারীর দুর্দশা এই গ্রন্থের পটভুমি। আইয়ামে জাহেলিয়াত বা অন্ধকার যুগে আরবে মানবেতর যে নিদারুন অবস্থা বিরাজমান ছিল, তারই প্রেক্ষিতে উপন্যাসটি লেখা। ঘটনার প্রবাহ বয়ে গেছে ইসলাম প্রচারের সূচনা থেকে মক্কা বিজয় পর্যন্ত।
আবুল হাশেম খানের জন্ম নরসিংদী জেলার রায়পুরয়। জন্ম ১৯১০ সালে এবং মৃত্যু ১৯৮৭।