লাশের পোড়া গন্ধ:- নিষিদ্ধ লোবান
লোবান এমন এক প্রকারের সুগন্ধি যা মৃতদেহ সৎকারের সময় ব্যবহার করা হয়। আবার বাইবেলে উল্লেখ আছে যীশু জন্মের পর ম্যাজাই যীশুর জন্য যে বিশেষ তিনটি উপহার নিয়ে আসেন তার মধ্যে একটি হলো লোবান। এখন প্রশ্ন হলো সৈয়দ শামসুল হকের 'নিষিদ্ধ লোবান' বইয়ের লোবান অর্থ কি? লেখক হয়তো লোবান বলতে বুঝিয়েছেন লাশের পোড়া গন্ধকে। অথ্যাৎ মহান স্বাধীনতা যুদ্ধের সময় যে মৃত্যুর হোলিখেলা চলেছিলো তা বন্ধের কথা বুঝিয়েছেন।
নান্দনিক লিখনশৈলী আর গল্প গঠনে নতুনত্বের জন্য খ্যাতি অর্জন করেছিলেন সৈয়দ শামসুল হক। নিষিদ্ধ লোবান বইটি তার ব্যতিক্রম নয়। একটা উপন্যাস জুড়ে কোথাও যুদ্ধ নেই, মুক্তিবাহিনী কিংবা পাক সেনাবাহিনীর তৎপরতা নেই কিন্তু সমস্ত গল্প জুড়ে যুদ্ধের নির্যাস আছে। মুক্তিযুদ্ধ মানে গোলাগুলি, মুক্তিবাহিনী, পাক সেনাবাহিনী, যুদ্ধ বিশাল ক্যানভাস। সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান আমাদের মুক্তিযুদ্ধের গল্প বটে কিন্তু যুদ্ধকালীন সময়ে মানুষের মনস্তাত্ত্বিক টানাপোড়েন বেশি ফুটে উঠেছে।
গল্পের শুরু ট্রেন জার্নিকে কেন্দ্র করে। ঢাকা থেকে একটি ট্রেন জলেশ্বরীর দিকে যাচ্ছে কিন্ত ট্রেন নবগ্রাম স্টেশনে এসে দাঁড়ায়। সবাই নেমে যায়, থেকে যায় বিলকিস নামের এক যাত্রী। ট্রেনটি সামনের দিকে যাবে না, ফিরে যাবে ঢাকায়। কি এমন হয়েছে, কেউ উত্তর দেয় না বিলকিসকে। অগত্যা হেঁটে চলে জলেশ্বরীর দিকে। তখন সিরাজ নামে এক ছেলে তার সঙ্গী হয়। এরপর দু'জনকে সমানতালে রেখে গল্প এঁকেবেঁকে চলতে থাকে। গল্পের মূল প্রোটাগনিস্ট কে তা ঠিক ধরা যায় না। কিন্তু গল্পের মূল বিষয় মনের দ্বন্দ্ব। সুতরাং বলা চলে যুদ্ধকালীন সময়ে দেশ, পরিবার, প্রিয়জন নিয়ে যে মনস্তাত্ত্বিক বিষয়গুলো জন্ম দিয়েছিলো তার একটা চিত্র অঙ্কনের চেষ্টা করা হয়েছে এখানে।
পাঠক হিসাবে একটা বিষয় খটকা লাগলো, গল্পের শেষে উল্লেখ আছে '১৯৭৯ সাল'। বাংলাদেশের ঘটনা প্রবাহে ১৯৭৯ সালে দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজনৈতিক পালাবদল, স্বাধীন দেশে যুদ্ধ নেই, কিন্তু লাশের পোড়া গন্ধ তখনো আছে। একটা স্নায়ুযুদ্ধ চলছে দেশজুড়ে। হতে পারে গল্পটি ১৯৭৯ সালে লেখা শেষ হয়েছে, হতে পারে মহান স্বাধীনতা যুদ্ধের সাথে সমসাময়িক বিষয়গুলোকে স্যাটায়ার করা হয়েছে। অনেক কিছু হতে পারে, কিন্তু সত্য এই যে, নিষিদ্ধ লোবান আমাদের স্বাধীনতা যুদ্ধের গল্প। যে যুদ্ধ পরিণত রক্তক্ষয়ী রূপে শুরু একাত্তরে, স্তিমিত হয়ে একাত্তরে শেষ হতে হতেও ঊনআশি পেরিয়ে আজও শেষ হয়ে যায়নি। তবুও সে যুদ্ধ আমাদের অহংকার, আমাদের গৌরব। সে যুদ্ধ আমাদের ঐতিহ্য, জাতিসত্তার।
সৈয়দ শামসুল হকের 'নিষিদ্ধ লোবান' এর মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে সকল পাঠককে স্বাগত, নির্যাসিত হোক সুগন্ধি শুদ্ধতম ইতিহাসের, যুদ্ধ থেকে মুক্তির।
সাগর মল্লিক
ইংরেজি বিভাগ
জাতীয় বিশ্ববিদ্যালয়