কিং ইডিপাস: নিয়তির হাতের পুতুল নাকি কর্মফলে ভুক্তভোগী?

কিং ইডিপাস: নিয়তির হাতের পুতুল নাকি কর্মফলে ভুক্তভোগী? 


কিং ইডিপাস


'রাজা ইডিপাস' নামে একটা গল্প আছে। গল্পের শেষে, ইডিপাস নিজের পিতাকে হত্যা করে মাতাকে বিবাহ করেন। শুনতে অবাক করার মতো বিষয় হলেও এটা হয়েছিলো গ্রিক ট্রাজেডিতে। এখন প্রশ্ন হলো:-


• কেন ইডিপাস নিজের পিতাকে হত্যা করেন?

• তিনি কি জেনেশুনে নিজের মাতাকে বিবাহ করেন?

• এই ঘটনা কি নিয়তি নাকি কর্মফল?


মানুষ নিয়তির দ্বারা চালিত হয় নাকি কর্ম মানুষকে চালনা করে? রাজা ইডিপাসের করুন জীবনের পেছনে আসল রহস্য কি? চব্বিশের গণঅভ্যুত্থান দিয়ে বিষয়টা বুঝতে চেষ্টা করি। বাংলাদেশের চব্বিশের গণঅভ্যুত্থান বুঝতে হলে ১৪,১৮,২৪ এর নির্বাচন নিয়ে ধারণা থাকা লাগবে৷ আবার ৭১/৭৫ নিয়েও জানতে হবে। সুতরাং একটা ঘটনার পূর্ব ইতিহাস সেই ঘটনা প্রবাহের উপর প্রভাব বিস্তার করে। রাজা ইডিপাসের জন্মের আগে এমন কিছু ঘটেছিলো তার কিছুটা ফল ইডিপাসকে ভোগ করতে হয়েছে। যেমন কারো পিতা যদি ঋণগ্রস্ত হয়ে মৃত্যু বরণ করেন তা কিন্তু পুত্রকে শোধ দিতে হয়।


• ইডিপাসের পিতার কোন কর্মের ফল ইডিপাসকের জীবনকে প্রভাবিত করেছে?


ইডিপাসের পিতা লাইউস ছিলেন থিবসের রাজা। এবং মাতা জোকাস্তা। কথিত আছে লাইউস যুবক বয়সে এক রাজার পুত্রকে ধর্ষন করে এবং পরে সে আত্মহত্যা করে এবং তারপর জোকাস্তাকে বিয়ে করে থিবসের রাজা হয়েছিলো। এবং সেই ধর্ষণ ঘটনার পরে ওরাকল ভবিষ্যৎ বাণী করে, যদি পলিবসের পুত্র সন্তান হয় তবে সে তার পিতাকে হত্যা করে মাতাকে বিয়ে করবে।


• এখন প্রশ্ন হলো শুধুই কি এই ভবিষ্যৎ বাণীর কারণে ইডিপাসের জীবনে অন্ধকার নেমে আসে নাকি তার নিজের জীবনেও কিছু ভুল করেছিলো?


সংক্ষেপে কাহিনীটা জানা যাক। গল্পের শুরুতে নায়ক ইডিপাসের জন্ম হয়। এবং তার পিতা তাকে হত্যা করার আদেশ দেয়। মাতা নিজ হাতে হত্যা করতে পারে না তাই শিশু ইডিপাসের পায়ে লোহার শিকল পরিয়ে তাকে পাহাড়ের পাদদেশে রেখে আসা হয়। তখন এক মেষ পালক তাকে করিন্থে রাজ্যে নিয়ে আসে। এবং রাজা রানীর কাছে তুলে দেয়। কারণ করিন্হের রাজা রানীর কোন সন্তান ছিলো না। তখন থেকে ইডিপাস ঐ রাজ্যে বড় হতে থাকে। একদিন ডেলফি মন্দিরে গেলে ওরাকল তাকে ভবিষ্যৎ বাণী করে যে, তিনি তার পিতাকে হত্যা করবে এবং মাতাকে বিবাহ করবে। এই জন্য তিনি সেই রাজ্য ছেড়ে চলে আসে। এবং পথিমধ্যে একদল মানুষের সাথে তার ঝগড়া হয় এবং তাদের হত্যা করে। নতুন রাজ্যে গিয়ে ফিনিক্স নামে এক দত্যের ধাঁধার উত্তর দিয়ে রাজ্যবাসিকে রক্ষা করে এবং রাজাহীন সেই রাজ্যের রাজা হয় এবং রানীকে বিবাহ করে।


• নতুন রাজ্যের রাণী ছিলো ইডিপাসের মা


আমার ব্যক্তিগত ইডিপাসের প্রথম ভুল পথিমধ্যে কিছু ব্যক্তিকে হত্যা করা। শুধুমাত্র তার রাস্তায় কিছু লোক ঢুকে পড়ে এজন্য হত্যা? কিছু লোকের মধ্যে তার পিতা ছিলো। যদি ইডিপাস তাদের হত্যা না করতো তাহলে থিবস রাজ্য রাজাহীন হয়ে পড়তো না। এবং ইডিপাস যখন থিবসে পৌঁছালো তখন সেই রাজ্যের ভার নিতে হতো না এবং বয়সে বড় রানী (মা)  কে বিয়ে করতে হতো না।


গল্পের একটা বিরাট অংশজুড়ে ভাগ্য এবং কর্মফলের মধ্যে যুদ্ধ চলতে থাকে। কিন্তু আমরা গভীরভাবে লক্ষ করলে দেখতে পাবো যে, কর্মফল এবং ভাগ্যফল দুই একই দিকে ইঙ্গিত করে। কর্মের দ্বারা অতীত ভাগ্যফল পরিবর্তন করা সম্ভব হলেও আমরা অহংকার দ্বারা সেই অতীতের ভাগ্যে পতিত হয়।


" যেমন কর্ম তেমন ফল " মানুষ কি নিজের কর্মের ফল ভোগ করে নাকি অতীত পুরুষের কর্মের দ্বারাও ফল ভোগ করতে হয়। দুই যেমন সত্য তেমনি কর্ম দ্বারা সেই ফলের পরিবর্তন সম্ভব। ভাগ্যের বিড়ম্বনা আছে, তেমন কর্মফলও আছে। ইডিপাস যেমন নিয়মিত ফল ভোগ করেছে তেমনি নিজের কর্মের ফল ভোগ করতে হয়েছে।

Previous Post Next Post