অন্যদিন আয়োজিত "এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০২৩" অনুষ্ঠানে সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও 'রাইরিন্তার শেষ উপহার' গল্পগ্রন্থের জন্য নবীন সাহিত্য শ্রেণিতে মাহবুব ময়ূখ রিশাদ 'এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০২৩' পেয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিজয়ীদের হাতে সনদ, নগদ চেক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইমদাদুল হক মিলন বলেন, “হুমায়ূন ভাই মারা যাওয়ার পর আমি আর নূহাশপল্লীতে বা দখিন হাওয়া বাড়িতে যাইনি। সেখানে হুমায়ূন ভাইয়ের স্মৃতি এমনভাবে জড়িয়ে আছে, আমার খুব কষ্ট হবে- এজন্য যাইনি।" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের ছোট ভাই জাফর ইকবাল এবং আহসান হাবীব সহ দেশের সাহিত্য অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।