পোয়েট'স কর্নার, ওয়েস্টমিনস্টার অ্যাবে


ইংল্যান্ডের ওয়েস্টমিনস্টার শহরের কলেজিয়েট চার্চ অফ সেন্ট পিটারকে আমরা ওয়েস্টমিনস্টার অ্যাবে বলে জেনে আসছি। ইতিহাসের অনেক রাজকীয় ঘটনার সাক্ষী এই চার্চটি। বিশেষ করে ব্রিটিশ রাজপরিবারের কেও মারা গেলে এই চার্চের নাম সামনে আসে। কারণ এখানেই শেষকৃত্য সম্পন্ন হয় ব্রিটিশ রাজা এবং রাণীদের। কিন্তু সাহিত্য প্রেমীদের কাছে বিশেষভাবে পরিচিত এই চার্চের পোয়েট'স কর্নার। জিওফ্রে চসার, উইলিয়াম শেক্সপিয়ার, এডমন্ড স্পেন্সার, জন ড্রাইডেন, আলফ্রেড লর্ড টেনিসন, চার্লস ডিকেন্স, জন মিল্টন, লর্ড বায়রন সহ অনেক বিখ্যাত কবি লেখকের অস্থি এখানে সমাহিত করা হয়েছে।

গির্জার দক্ষিণ ট্রান্সেপ্টকে কবি ও লেখকদের সমাধি এর জন্য রয়েছে নির্ধারিত স্থান। সেকারণে পোয়েটস কর্নার বলা হয় গীর্জার দক্ষিণ পাশের অংশকে। শুধুমাত্র সমাধিস্তম্ভ নয়, পাশাপাশি ঐ সকল কবি লেখকদের মনুমেন্ট তৈরি করা হয়েছে ওখানে।



Previous Post Next Post