নোম চমস্কির সাথে আলাপচারিতায় আন্দ্রে ভিচেক। দুজনের কথোপকথনে উঠে এসেছে পশ্চিমা সন্ত্রাসবাদের অজানা সব কথা। মার্কিন সাম্রাজ্যবাদের প্রোপাগান্ডা, চীনের ভূমি দখল, ভারতে ইংরেজ শাসন, মধ্যপ্রাচ্যের আরব বসন্ত, লাতিন আমেরিকা কিংবা আফ্রিকার গণহত্যা! শতাব্দী ধরে চলে এসেছে এইসব আগ্রাসন অার গণহত্যা। অবশ্য সেই সব ইতিহাস ভুলিয়ে দেয়ার দায়িত্ব নিয়েছে পশ্চিমা মিডিয়া এবং তাদের অব্যর্থ কৌশলগুলো। মিডিয়ার এমন কারসাজি দেখে বলতেই হয় আমরা যা খবরে দেখি জানি তা কি আদৌ সত্য? এই সত্য মিথ্যার ইতি টেনে মোদ্দা ঘটনাগুলো উঠে এসেছে এই বইটির বর্ণনায়।
একবিংশ শতাব্দীর একজন সত্যকথক হলেন অধ্যাপক চমস্কি। যিনি পক্ষপাতহীন ভাবে সত্য ইতিহাস বলে চলেছেন অর্ধ শতক ধরে। আন্দ্রে ভিচেক হলেন অন্যতম আরেকজন বুদ্ধিজীবী এবং সাংবাদিক। যিনি গণমানুষের গণহত্যার ইতিহাস খুঁজতে ছুটে বেড়িয়েছেন মরু থেকে মেরু। পৃথিবীর এই খুনে ইতিহাস লেখা নেই ইতিহাসের পাতায়। কিন্তু চমস্কি এবং ভিচেক সেইসব ইতিহাস জানিয়েছেন বিশ্বকে। যা আমাদের ভাবায়! মনে প্রশ্নের উদ্রেক ঘটায় যে, আধুনিক সভ্যতা কি আসলেই মানবিক নাকি মানবিকতা একটি পোশাক মাত্র! শিক্ষা এবং মনুষ্যত্ব কি সেই পোশাকের অলঙ্কার?
বিশ্বরাজনীতি সম্পর্কে জানার আগ্রহ নিয়ে পড়তে বসেছিলাম। কিন্তু থমকে যায় যখন দেখি চমাদের হাত রক্তে রাঙা! আমরা শুধুমাত্র রক্তের স্রোতধারার উপর বেড়ে উঠা এক মানুষ্য প্রজাতি মাত্র। এই সব জানার পর মানুষের এই সভ্যতার ইতিহাসকে কখনো সভ্য বলতে পারবো কিনা তা নিয়ে আমি সন্ধিহান!
বইঃ হিরোশিমা থেকে ড্রোনযুদ্ধ
লেখকঃ নোম চমস্কি
অনুবাদঃ মুহম্মদ গোলাম সারওয়ার
প্রকাশনীঃ চৈতন্য প্রকাশনী
মূল্য- ৪৫০ টাকা