মামাকে লেখা শাফী ইমাম রুমীর চিঠি

শহীদ জননী খ্যাত জাহানারা ইমামের জ্যেষ্ঠ পুত্র রুমী। পুরো নাম শাফী ইমাম রুমী। জন্ম ২৯ মার্চ, ১৯৫১ এবং তিনি নিখোঁজ হন ৩০ আগস্ট, ১৯৭১। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন গেরিলা যোদ্ধা। তাঁর মৃত্যুর জন্য জাহানারা ইমাম শহীদ জননী উপাধি পান। আগরতলা থেকে বেস ক্যাম্পের উদ্দেশে যাওয়ার আগে নিজের মামাকে নিম্নোক্ত চিঠিটি লেখেন তিনি।

শাফী ইমাম রুমীর চিঠি

আগরতলা ১৬ জুন, ১৯৭১

প্রিয় পাশা মামা,
অবাক হয়ো না! এটা লেখা হয়েছিল আর তোমার কাছ পর্যন্ত পৌঁছালও। পড়ার পর চিঠিটা নষ্ট করে ফেলো। এ নিয়ে আম্মাকে কিছু লিখে জানানোর চেষ্টা কোরো না। তাহলে তাদের বিপদে পড়তে হবে। তাড়াহুড়া করে লিখলাম। হাতে সময় খুব কম। বেস ক্যাম্পের উদ্দেশে কাল এখান থেকে চলে যেতে হবে।

আমরা একটা ন্যায়সংগত যুদ্ধ লড়ছি। আমরা জয়ী হব। আমাদের সবার জন্য দোয়া কোরো । কী লিখব বুঝতে পারছি না—কত কী নিয়ে যে লেখার আছে। নৃশংসতার যত কাহিনী তুমি শুনছ, ভয়াবহ ধ্বংসের যত ছবি তুমি দেখছ, জানবে তার সবই সত্য। ওরা আমাদের নৃশংসতার সঙ্গে ক্ষতবিক্ষত করেছে, মানব-ইতিহাসে যার তুলনা নেই। আর নিউটন আসলেই যথার্থ বলেছেন, একই ধরনের হিংস্রতা নিয়ে আমরাও তাদের ওপর ঝাঁপিয়ে পড়ব। ইতিমধ্যে আমাদের যুদ্ধ অনেক এগিয়ে গেছে। বর্ষ শুরু হলে আমরা আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেব।

জানি না আবার কখন লিখতে পারব। আমাকে লিখো না। সোনার বাংলা জন্য সর্বোচ্চ যা পারো করো। এখনকার মতো বিদায়।

ভালোবাসা ও শ্রদ্ধাসহ
রুমী

Previous Post Next Post