মতামত • বই মেলায় বইয়ের বিক্রি কমেছে!

বই মেলায় বইয়ের বিক্রি কমেছে!

মতামত
কেমন ছিলো বইমেলা ২০২৩? করোনা ধাক্কা তারপর কাগজের মূল্য বৃদ্ধি, এই ধাক্কা কি কাটিয়ে উঠতে পেরেছে প্রকাশকেরা? বই প্রকাশ এবং দর্শনার্থী সমাগম দেখে অনেকে বলতে পারেন, যে কোন সময়ের তুলনায় এবারের বইমেলা ছিলো জমজমাট। কিন্তু বই বিক্রির তথ্য বলছে ভিন্ন কথা। বই মেলায় বইয়ের বিক্রি কয়েছে! কমেছে পাঠক , বেড়েছে দর্শনার্থী। অথবা কাগজের মূল্য বৃদ্ধি, মানুষের অর্থনৈতিক অবস্থা বই ক্রয়ের উপর ব্যাপক প্রভাব রেখেছে।

এবারের মেলায় নতুন বই এসেছে মোট ৩ হাজার ৭৩০টি। গত বছরও এ সংখ্যা ছিল প্রায় সাড়ে তিন হাজার। কিন্তু এবছর  ৪৭ কোটি টাকার বই হলেও ২০২২ সালের বইমেলায় বিক্রির পরিমাণ ছিল সাড়ে ৫২ কোটি টাকা। এবারের মেলায় এসেছেন ৬৩ লাখ ৫৩ হাজার ৪৬৩ জন মানুষ। যা গত বছরের তুলনায় অনেক বেশি। গত বছর বিক্রি হয়েছিলো-৫২ কোটি টাকা। এবং ২০২০ সালে ছিল-৮২ কোটি টাকা।

অনেকে মন্তব্য করছেন, শিল্প সাহিত্য মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। দৈনন্দিন জীবনে অর্থনৈতিক চাপ হওয়ার কারণে অনেকে চাইলেও বই কিনতে পারছেন না। আবার অনেকে মন্তব্য করছেন, ভালো বই প্রকাশের সংখ্যা কম হওয়ায় বই বিক্রি কমেছে। মানুষ দেখেশুনে বই কিনছে। আবার অনেকের মতামত এই যে, অনলাইন ভিত্তিক বই বেচাকেনার প্লাটফর্ম গুলো বইমেলার সমান ছাড় দেওয়ায় ঝঞ্জাট ছাড়া অনলাইনে বই কিনতে আগ্রহী হচ্ছেন অনেকে।

সাহিত্য টিকিয়ে রাখতে প্রকাশনা শিল্পকে টিকিয়ে রাখতে হবে। বাংলাদেশের প্রকাশনা শিল্পকে টিকিয়ে রাখতে বইয়ের বিক্রি এবং মানসম্মত বইয়ের প্রকাশ জরুরি। অন্যথা আমাদের এই শিল্প হুমকির মুখে পরবে।
-
মাহজাবিন রহমান
শিক্ষার্থী

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

প্রিয় পাঠক,
কেমন হলো এবারের বইমেলা? আপনার দৃষ্টিকোণ থেকে বইমেলা নিয়ে মতামত জানাতে পারেন অআকখ'তে। লেখা পাঠান এই ঠিকানায় oaakakha00@gmail.com
Previous Post Next Post