বইয়ের আড্ডায় মুক্তিযুদ্ধ
স্বাধীনতার মাস জুড়ে মুক্তিযুদ্ধ বিষয়ক বই নিয়ে আমাদের বিশেষ আয়োজন "বইয়ের আড্ডায় মুক্তিযুদ্ধ"। মুক্তিযুদ্ধ বিষয়ক বই পড়া এবং বই নিয়ে আলোচনা বাড়াতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অআকখ মার্চ মাসে “বইয়ের আড্ডায় মুক্তিযুদ্ধ” শিরোনামে এক বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছে।
আপনাদের আড্ডার টপিক যদি হয় মুক্তিযুদ্ধ তাহলে তা ভিডিও করে পাঠান আমাদের কাছে। অথবা আপনার পড়া মুক্তিযুদ্ধ বিষয়ক যে কোন বই নিয়ে আপনার পর্যালোচনা ভিডিও করে পাঠিয়ে দিন অআকখ এর ঠিকানায়।
যে ভাবে অংশ নিবেন
আপনার পড়া মুক্তিযুদ্ধ বিষয়ক যে কোন বইয়ের পর্যালোচনার ভিডিও আমাদের ঠিকানায় পাঠিয়ে দিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। পর্যালোচনায় যে কোন বয়সের এক বা একাধিক ব্যক্তি অংশ নিতে পারবেন।
যা থাকছে
আপনাদের পাঠানো ভিডিও এর মধ্যে সেরা ৫টি ভিডিও অআকখ এর ফেসবুক পেজ থেকে ধারাবাহিকভাবে পোস্ট করা হবে। এছাড়াও সেরা ৫ জনের জন্য উপহার হিসেবে থাকবে বই।
যে সব বিষয় মেনে অংশ নিবেন
১. অবশ্যই মুক্তিযুদ্ধ বিষয়ক বই হতে হবে।
২. ভিডিও এর সময়সীমা সর্বচ্চ পাঁচ মিনিট।
৩. ক্যামেরা ল্যান্ডস্কোপ বা আড়াআড়ি ভাবে ধরতে হবে।
৪. ভয়েজ অবশ্যই স্পষ্ট হতে হবে।
৫. ভিডিও ২০ মার্চ ২০২৩ এর মধ্যে পাঠাতে হবে।
বি.দ্র. আপনার ভিডিও দেখে বই পড়ার আগ্রহকেই আমরা বেশি গুরুত্ব দিবো।
••••
যেভাবে ভিডিও পাঠাবেন
টেলিগ্রাম: ০১৭৯০৮৫৮০৭১
গুগল ড্রাইভ
ভিডিও সংক্রান্ত যে কোন সমস্যায় যোগাযোগ করুন - ০১৫৭৫৭৯৫০৯০, ০১৭০৬৪৬৮০৮৫