জহির রায়হান ফিরে এসেছেন গল্প হয়ে! কারণ অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ এ পাওয়া যাচ্ছে জহির রায়হানের নতুন গল্প গ্রন্থ যখন যন্ত্রণা।
মূলত ১৯৫৩ থেকে ১৯৬০ সালে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত দূর্লভ সেইসব গল্প গুলোকে সংগ্রহ করে গ্রন্থ আকারে প্রকাশিত করা হয়ে হয়েছে। গল্পগুলো মূল বিষয় ভাষা আন্দোলন, রাজনৈতিক তাল মাতাল পরিস্থিতি, সমাজের ভঙ্গুর অবস্থা।
যখন যন্ত্রণা বইয়ে আছে মোট আটটি ছোট গল্প।
ঢেউ গল্পটি প্রকাশিত হয় ১৯৫৩ সালের সওগাত চৈত্র সংখ্যায়। মনের মতো গল্পটি বউ প্রকাশিত হয় সংবাদ ঈদ সংখ্যা ১৯৫৫ সালে। অমিত্রাক্ষর গল্পটি প্রকাশিত হয় আজিদ সংখ্যা ১৯৫৫ সাল। অনমিতা গল্পটি পাওয়া যায় মুসলিম হল বার্ষিকীতে। যখন যন্ত্রণা গল্পটি প্রকাশিত হয় সমকাল প্রথম বর্ষ জানুয়ারি সংখ্যায়। বেড়ি গল্পটি প্রকাশিত হয় মাসিক মোহাম্মদী ৩১ বর্ষ, নবব সংখ্যায়।
জহির রায়হানের গল্পগুলো সংগ্রহ করেছেন কাজি জাহিদুল হক। গল্পগুলো প্রকাশের সাল তারিখ দেখে মনে হচ্ছে বেশ খেটেখুটে গল্পগুলো সংগ্রহ করা হয়েছে। এজন্য সম্পাদক অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য।
যখন যন্ত্রণা বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশ। বইয়ের প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল। এবং বইয়ের মূল্য রাখা হয়েছে দুইশত চল্লিশ টাকা।