জহির রায়হান আসেনা ফিরে

১৯৭২ সালের ৩০ জানুয়ারি, জহির রায়হান হারিয়ে গেলেন আজও ফিরে এলেন না। তার মৃত্যু রহস্য আজও আপামর বাঙালির কাছে অধরা রয়ে গেছে। আমরা তাকে ঘুরে ফিরে খুঁজে বেড়ায়, তাকে ফিরে পায় গল্প, উপন্যাস সিনেমার মধ্য দিয়ে। 

"জীবন থেকে নেয়া" চলচ্চিত্রে প্রথম জাতীয় সংগীতের ব্যবহার করেন জহির রায়হান। তারপর হাজার বছর ধরে, স্টপ জেনোসাইড, মনের মত বউ, সুয়োরাণী-দুয়োরাণী, বেহুলা,  আনোয়ারা, কাচের দেয়াল, কখনো আসেনি সহ আরো অনেক কালজয়ী সিনেমা পেয়েছি জহির রায়হানের কাজ থেকে। 

বাংলা সাহিত্যের সেরা উপন্যাস গুলো যেন জহির রায়হান আপন হাতে লিখে গেছেন। শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী, কয়েকটি মৃত্যু, তৃষ্ণা সবগুলো পাঠক নন্দিত উপন্যাস। 

ছোটগল্প লিখছেন অনেকগুলো 'সোনার হরিণ, সময়ের প্রয়োজনে, একটি জিজ্ঞাসা, হারানো বলয়
বাঁধ, নয়াপত্তন, মহামৃত্যু, ভাঙাচোরা, অপরাধ, স্বীকৃতি, অতি পরিচিত, ইচ্ছা অনিচ্ছা, জন্মান্তর,
পোস্টার, কতকগুলো কুকুরের আর্তনাদ তার সেরা ছোটগল্প।

তিনি বেঁচে থাকলে আমরা হয়তো ফেব্রুয়ারী আরো নতুন ভাবে পালন করতে পারতাম। কারণ তিনিই আমাদের শিখিয়েছিলেন 

"আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব"
Previous Post Next Post