'কালি ও কলম' তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২২

ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে 'কালি ও কলম'। অনুষ্ঠানমালায় প্রথমদিন ২৬ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, সন্ধ্যা ৬টায় আয়োজন করা হয়েছে ‘কবিতা ও কথন’ শীর্ষক কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান।

২৮ জানুয়ারি ২০২৩, শনিবার, বিকেল ৫টায় প্রদান করা হয় ‘কালি ও কলম' তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২২’। এতে সভাপতিত্ব করেন কালি ও কলম-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। প্রধান অতিথি বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান।

অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ অনুসরণে শুভাশিস সিনহার নাট্যরূপ ও নির্দেশনায় ‘কহে বীরাঙ্গনা’ পরিবেশিত হয়।

 ২০০৮ সাল থেকে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ প্রদান করে আসছে। এ পর্যন্ত ৫৪ জন কবি ও লেখক এ পুরস্কার অর্জন করেছেন। এই পুরস্কার নবীনদের সাহিত্যচর্চা ও সাধনাকে সঞ্জীবিত করছে।
Previous Post Next Post